২৪ ঘন্টার মধ্যেই ফরিদপুরের মার্ডার মামলার আসামি আজিম শেখ (৩৫) গ্রেফতার

- আপডেট সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
পতিতাপল্লির বৃষ্টি আক্তার (২৫) নামের এক যৌনকর্মীকে হত্যা মামলার প্রধান আসামি আজিম শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর শহরের সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন যৌনপল্লীর যৌনকর্মী বৃষ্টি আক্তার কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আজিম শেখ প্রায় তিন মাস আগে তাকে বিয়ে করেন।
গত বৃহস্পতিবার আজিম শেখের পিটুনিতে গুরুতর আহত হয় বৃষ্টি। পরে বৃষ্টিকে সিএন্ডবি ঘাট যৌনপল্লীর সামনে রেখে পালিয়ে যায় আজিম। পরে বৃষ্টি আক্তার কে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃষ্টি।
পরবর্তীতে এ ঘটনায় কোতয়ালী থানায় ওই পল্লীর বাড়িওয়ালী রুবী বাদি হয়ে আজিমকে প্রধান আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার (০৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের আলীপুর এলাকা থেকে আজিম শেখকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (০৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বলেন, যৌনকর্মী বৃষ্টির আক্তার এর কথিত স্বামী ও হত্যা মামলার প্রধান আসামি আজিম শেখকে গ্রেপ্তার করে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।