২৪ এর ঐক্য আকড়ে ধরা ও ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদন্ড” বললেন খেলাফত মজলিস ফটিকছড়ির উপজেলার নেতৃবৃন্দরা

- আপডেট সময় : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদ:-খেলাফত মজলিস ফটিকছড়ির উপজেলার দক্ষিণ জোন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৬ রমজান ১৪৪৬ হিজরি, ১৭ মার্চ ২০২৫, সোমবার বিকাল ৪.০০ টায় খেলাফত মজলিস, ফটিকছড়ি উপজেলা দক্ষিণ জোন শাখার উদ্যোগে ‘তাকওয়া ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা’- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজাদী বাজারস্থ ” হক স্কয়ারে” দক্শখা সভাপতি মাওলানা জালাল উদ্দীন মাছুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মুফতী শিহাবুদ্দীন বলেন- পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও শেখ হাসিনার দোসর শাহবাগী গোষ্ঠী এখনো তৎপর। তারা এখনো নানাভাবে দেশে প্রতিহিংসার বিষবাষ্প ছড়িয়ে বেড়াচ্ছে। এমতাবস্থায় শাহবাগী ষড়যন্ত্র রুখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন ফের মাথাচাড়া দিয়ে ওঠতে না পারে এর জন্য আমাদেরকে ২৪ এর ঐক্য অটুট রাখতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডঃ মাহাবুব মোর্শেদ বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড ও এর বাস্তবায়নই হতে পারে সামাজিক এই দুর্দশার একমাত্র সমাধান। তাই ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতকরণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ ও মাদ্রাসা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা আহসান আহমদ খান, উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন,ফটিকছড়ি জোন পরিচালক মামুনুর রশীদ মিনহাজ, হাটহাজারী উপজেলা সভাপতি মাওলানা আবু তাহের সাহেব,ভুজপুর শাখার সভাপতি মাওলানা সেলিম রেজা, সহ-সভাপতি এমরান বিন জালাল ধর্মপুর এমদাদুল উলুম বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইমরান কাসেমী,আজাদী বাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোজাহেরুল ইসলাম,ফটিকছড়ি উপজেলা শাখার সহসভাপতি মূফতি জমির বিন ফরিদ,উপজেলা সহ সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিন শাহ ও উপজেলা মজলিস নেতা মাওলানা মঈনুদ্দিন ও মাওলানা আবু হানিফ প্রমুখ।