
মিলন বৈদ্য শুভ ( চট্টগ্রাম)
আজ ২২শে শ্রাবণ বাংলা সাহিত্য ও সংস্কৃতির মহামানব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে, ১৯৪১ সালের ৭ আগস্ট, শান্তিনিকেতনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা ভাষা, সাহিত্য ও শিল্পকলার ইতিহাসে এটি এক শোকাবহ দিন।
নোবেলজয়ী এই কবি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী ও দার্শনিক। তাঁর রচিত ‘গীতাঞ্জলি’-র জন্য ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে অনন্য মর্যাদায় পৌঁছে দেয়।
প্রয়াণ দিবস উপলক্ষে আজ রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, রবীন্দ্রসংগীত পরিবেশন, কবিতা পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমও নিজস্ব উদ্যোগে কবির জীবন ও কর্মের ওপর বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন আজও বাঙালির চেতনা, সংস্কৃতি ও মননকে আলোকিত করে চলেছে। তিনি যেমন ছিলেন প্রকৃতি ও মানবতার কবি, তেমনি ছিলেন মুক্তচিন্তার পথপ্রদর্শক। বাঙালির ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রাণপ্রবাহে তাঁর অবদান চিরঅমলিন।
আজকের এই দিনে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাঙালি মনে মনে উচ্চারণ করছে তাঁরই লেখা—
"মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমারই গান গেয়ে যাই।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.