২১ ফেব্রুয়ারী শহীদদের বিনম্র শ্রদ্ধা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

- আপডেট সময় : ০১:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী (বিএসসি)//হরিপুরঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়জনে ২১শে ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরে (রাত ১২:০১) মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হরিপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা মো. আরিফুজ্জামান, হরিপুর থানা অফিসার ইনচার্জ মো.জাকারিয়া মন্ডলসহ পুলিশ সদস্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেড মতূর্জা চৌধুরী তুলা, সাবেক ভিপি ও এমপি, ঠাকুরগাঁও-০২, আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো.জামাল উদ্দিন, সভাপতি, উপজেলা বিএনপি হরিপুর ঠাকুরগাঁও।
আলহাজ্জ মো.আবু তাহের,সা.সম্পাদক, উপজেলা বিএনপি,মো. রমিজউদ্দিন আহম্মেদ, সেক্রেটারি, জামায়াত ইসলামী বাংলাদেশ, হরিপুর-ঠাকুরগাঁও ,বিএনপির নেতাসহ অন্যান্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারী কার্যক্রম শুরু হয় রাত বারোটার পর থেকে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল,জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জামাত ইসলামী বাংলাদেশ, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হরিপুর প্রেসক্লাব, ৫নং হরিপুর ইউপি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, শ্রমিক ঐক্য পরিষদ হরিপুর, হরিপুর সিডি এ, সমন্বয়ক পরিষদ, রেজিস্ট্রি অফিস, হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যরাও। পরে শ্রদ্ধা জানান হরিপুর সর্বস্তরের সাধারণ জনগণ। রাতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সকালে প্রভাত ফেরী, র্যালি, হলরুমে আলোচনা সভা ও বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।