২১শে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদদের প্রতি সমবেদনা – রমজান

- আপডেট সময় : ০৩:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রমজান
দিরাই-শাল্লা প্রতিনিধি: আব্দুল মালেক।
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
একুশে ফেব্রুয়ারি বাংলা মায়ের দামাল সন্তানেরা ভাষার দাবী আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে এসেছিল। সে সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জ জেলার (সাবেক জেলা আওয়ামী লীগে এর সহ-সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান) বর্তমান সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগ এর উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য এড.অবনী মোহন দাস।
অবনী মোহন দাস জানান,ভাষা শহীদদের ত্যাগের কথা আমরা সর্বদা স্মরণ করি শ্রদ্ধাভরে। যখনি বাংলা ভাষার কোন কথা উঠে, তখনি ভাষা শহীদদের কথা চলে আসে। বিশ্বের বুকে একমাত্র আমরাই একটি জাতি যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল। ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার পাশাপাশি সকল শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।