নিজেস্ব প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেক হালিম,পিএইচডি।
আজ শুক্রবার (১০মে) গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন জবি উপাচার্য।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ সি ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এসময় সাংবাদিকদের সাথে পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অতিশীঘ্রই ক্লাস শুরুর কথা জানান জবি উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম,পিএইচডি।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।পরবর্তীতে ০৩ মে মানবিক বিভাগ ও আজ ১০ মে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা।
এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তিনটি ইউনিটে মোট আবেদন করেন ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী।ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।###
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.