স্টাফ রিপোর্টার:-
পলাশবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এ সময় রেজাউল করিম (৪৩) ও হাবিব মিয়া (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৫ মে) র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
গ্রেফতার রেজাউল করিম লালমনিরহাটের আদিদমারী উপজেলার বকশীবাড়ি গ্রামের আবু তাহের সরদারের ছেলে ও হাবিব মিয়া টেপা পলাশী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড়ে বাঁশকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মাদক কারবারিদের হেফাজতে থাকা ১১৮ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.