স্টাফ রিপোর্টার:-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩/২৪ অর্থ বছরে খরিপ-১/ ২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম ।
মঙ্গলবার (১৬ এপ্রিল, ২০২৪ খ্রিঃ) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে উপজেলার ১১ শ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা প্রোগ্রামার রাকিবুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার চৌধুরী ও মোঃ ফয়সল মিয়াসহ উপকার ভোগী কৃষক-কৃষণী
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.