সংবাদ শিরোনাম :
হোমনার কুমিল্লায় ১৫ বোতল ফেনসিডিল সহ যুব আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:-
আজ ২৬-০৩-২০২৪ইং তরিখ, রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকা সময় কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন ভঙ্গারচর নামক গ্রাম হতে ১৫ বোতল ফেনসিডিল সহ রাজীব(৩২) নামক এক যুবককে হোমনা থানার এস, আই নাসীরের নেতৃত্বে তাঁর নিজ বাড়ী হতে গ্রেফতার করে জেল হাজতে প্রেড়ন করে।
ভঙ্গারচর গ্রামটি ইতিপূর্বেই নেশার জন্য বিখ্যাত এছাড়াও দাড়িগাঁও ও বিজয়নগর রুটটি নেশার আজান প্রদানের জন্য ব্যবহৃত হয়ে আসছে