সংবাদ শিরোনাম :
হীরক জয়ন্তী ” অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী সমাগম ঘটাতে ব্যর্থ হয়েছে, হাট বারো বাজার মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে

মুসফিকুর রহমান কাজল, জেলা প্রতিনিধি, ঝিনাইদহঃ
সদ্য, অনুষ্ঠিত হয়ে যাওয়া, “হাট বারো বাজার মাধ্যমিক বিদ্যালয়” এর “হীরক জয়ন্তী” অনুষ্ঠান (১৯৩৭-২০২০)ব্যাচ কে নিয়ে, উঠেছে,”তুমুল সমালোচনার ঝড়”।
প্রাক্তন শিক্ষার্থী সমাগম ঘটাতে ব্যর্থ হয়েছে, হাট বারো বাজার মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
সিংহভাগ প্রাক্তন শিক্ষার্থীরা জানতেন না, কবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের “হীরক জয়ন্তী”!!!
স্কুল কর্তৃপক্ষ অনলাইনে, “হীরক জয়ন্তী”র নূন্যতম ঢাকঢোল পেটালেও, ঢাকঢোল পেটানো হয়নি, প্রাক্তন শিক্ষার্থীদের দুয়ারে। করা হয়নি, (১৯৩৭-২০২০) ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা। যা খুবই দুঃখজনক।