হিট স্ট্রোকে চার গরুর মৃত্যু কুমিল্লায়

- আপডেট সময় : ০১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি।
গতকাল সোমবার ২৯-০৪-২০২৪ ইং সোমবার সন্ধায় কুমিল্লা জেলাধীন হোমনা পৌরসভার বাগমারায় প্রচন্ত তাপপ্রবাহের কারনে ভাপসা গরমে সাদ্দাম নামের এক বাক প্রতিবন্ধীর চারটি গরু মারাগেছে। এর মধ্যে ২টি ষাঁড় গরু ও ২ গাভী যার আনুমানিক মুল্য ৭ থেকে ৮ লাখ টাকা। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
জানা গেছে, কুমিল্লার হোমনা পৌর সভার আবদুর রশিদের ছেলে বাক প্রতিবন্ধী সাদ্দাম হোসেন ব্যবসায়িক উদ্দেশ্যে ২ টি ষাড় গরু ২ টি গাভী ও ১ টি বাছুর লালন পালন করে আসছে। কিন্ত গতকাল রাতে পর পর বড় ৪ টি গুরুই মারা যায়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জয়নাল আবেদীন জানান, ঘটনা স্থল পরিদর্শণ করে আমার মনে হয়েছে, ঘরে আলো বাতাসের অভাব, লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় ঝাপসা গরম থেকে হিটস্ট্রোকে গরু গুলো মারা যেতে পারে।
মো. সাদ্দাম হোসেন বলেন, আগামী কোরবানীর ঈদে বিক্রি করার জন, গরু গুলো লালন পালন করছি ।গতকাল পর পর ৪ গরুটি মারা যায়। এতে আমার ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গেলাম।
আমার এমন কোন সম্পদ নেই যা দিয়ে এ ক্ষতি কাটিয়ে উঠতে পারি। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সহ সকলের সহযোগীতা কামনা করছি।