হিজলায খালেদা জিয়ার আত্মায় শান্তি কামনায় বিশেষ প্রার্থনা
- আপডেট সময় : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির উদ্দিন: বরিশালের হিজলা উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত আনুমানিক ৮টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রী শ্রী গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবু লাল নাথের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাপ্পী দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন খানম, গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান জমাদার, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক গাজী সাইদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান সালাউদ্দিন রিমন মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। একইসঙ্গে তিনি হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে। শোকসভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।


















