মেঘনায় ডুবে যাওয়ার দুই দিন পর চর শিবলি থেকে উদ্ধার করে কোস্ট গার্ড
মোহাম্মদ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার বরিশাল বিভাগ |
বরিশালের হিজলা উপজেলায় নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী শিশু সাওদা’র মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে চর শিবলি নামক এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বাউসিয়া গ্রামের টেকের বাজার সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল শিশু সাওদা। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল টানা দুই দিন উদ্ধার অভিযান পরিচালনা করে।
দুই দিন পর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কোস্ট গার্ডকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরিবারের সদস্যরা সেটি নিখোঁজ শিশু সাওদা (৫), পিতা শামীম, টেকের বাজার, হিজলা সদর বলে সনাক্ত করেন।
উদ্ধারকৃত মরদেহটি হিজলা থানার নৌ পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ অহিদুজ্জামান বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে মরদেহটি শিশুটির পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”
উল্লেখ্য ২৯ এপ্রিল মঙ্গলবার হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের টেকের বাজার সংলগ্ন মেঘনা নদীতে স্থানীয় বাসিন্দা মোক্তার বাঘার সন্তান আব্দুল্লাহ ও সাওদা নিখোজ হয়েছিল।
ওই একই দিনে শিশু আবদুল্লাহ'র মরদেহ পাওয়া গেলেও
সাওদা'র মরদেহ পাওয়া যায়নি, যা আজ উদ্ধার করেছে বাংলাদেশ কোষ্ট গার্ড।
শিশু আবদুল্লাহ ও সাওদার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.