হাসপাতালে রোগীদের স্বাস্থ্য শিক্ষা দিলেন নার্সিং ইনচার্জ জনাব নুরুজ্জামান
- আপডেট সময় : ০১:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
বালা বাজার, ১৮ নভেম্বর ২০২৫: বালা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করেছেন নার্সিং ইনচার্জ জনাব নুরুজ্জামান। আজ সকালে হাসপাতালে ভর্তি কৃত রোগীদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় তিনি বলেন, “স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে এবং রোগ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এ কাজের তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম স্যার। তিনি বলেন, “স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম শুধু রোগ প্রতিরোধেই সহায়ক নয়, রোগীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ভূমিকা রাখে।”
এছাড়া, সিভিল সার্জন স্যারের নির্দেশনায় এই ধরনের স্বাস্থ্য শিক্ষা সেশন নিয়মিতভাবে চালানো হবে বলে জানানো হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যান্য নার্সও, যারা স্বাস্থ্য শিক্ষা সেশনে রোগীদের সাথে অংশগ্রহণ করেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে।




















