হার নয়, আশার বার্তা দিলেন হামজা চৌধুরী – ভিডিও প্রকাশ করেছে BGN TV 24

- আপডেট সময় : ১০:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশের জাতীয় দল হয়তো কাঙ্ক্ষিত জয় পায়নি, তবে ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। তার পেশাদার পারফরম্যান্স এবং ম্যাচশেষে ভক্তদের উদ্দেশে দেওয়া বার্তায় ফুটে উঠেছে দায়িত্ববোধ ও ইতিবাচকতা।
বাংলাদেশ জাতীয় ফুটবলে ব্রিটিশ বংশোদ্ভূত এই খেলোয়াড়ের আগমন নতুন করে এনে দিয়েছে স্বপ্ন দেখার সাহস। মাঠে বল কন্ট্রোল, আক্রমণ প্রতিহত করার পাশাপাশি নিজেও গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। কিন্তু দিন শেষে সিঙ্গাপুরের কাছে ২–১ গোলে হার মেনে নিতে হয় বাংলাদেশকে।
তবুও হতাশার মাঝেও আশার আলো জ্বালাতে ভুল করেননি হামজা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি ভক্তদের ধৈর্য ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান, সেইসঙ্গে আশাবাদী থাকার অনুরোধ করেন।
হামজার এই বার্তা এবং ম্যাচ বিশ্লেষণ নিয়ে একটি বিশ্লেষণধর্মী ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে BGN TV 24 (বিজিএনটিভি ২৪)।
ভিডিওতে তুলে ধরা হয়েছে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, হামজার পারফরম্যান্স, এবং সামনের ম্যাচগুলোর জন্য জাতীয় দলের সম্ভাবনা।