হারানো ৯৬ মোবাইল ও টাকা উদ্ধার করে দিল ঝিনাইদহ পুলিশ

- আপডেট সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-
সাইবার অপরাধ দমন অভিযানে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এপ্রিল ও মে মাসে হারিয়ে যাওয়া ৯৬টি মোবাইল ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৯৩ হাজার ৬২৮ টাকা উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া উদ্ধারকৃত মোবাইল ও অর্থ মালিকদের হাতে তুলে দেন৷
সাইবার সেল জানায়, অনলাইনে সংঘটিত সাইবার বুলিং, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া ও তথ্যপ্রযুক্তি নির্ভর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চলতি সময়ে সাইবার বুলিংয়ের শিকার ১৯ জন ভুক্তভোগীকে সহায়তা ও জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘সাইবার অপরাধ দমনে এসব কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।