হাবিব সওদাগরের মিষ্টির দোকানের ময়লা পানিতে সোনাগাজী মেইন সড়ক ক্ষতিগ্রস্ত, জনদুর্ভোগ চরমে
- আপডেট সময় : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:এক সপ্তাহ ধরে নোংরা পানির সয়লাবে রাস্তা চলাচল অযোগ্য—দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী; প্রশাসনের নীরবতায় ক্ষোভ
সোনাগাজী মেইন সড়কের চলাচল ব্যবস্থা নষ্ট হয়ে পড়েছে হাবিব সওদাগরের মিষ্টির দোকান থেকে নির্গত ময়লা পানির কারণে—এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত এক সপ্তাহ ধরে দোকানটির নষ্ট পানি সরাসরি রাস্তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফলে সড়কের বড় অংশ এখন কাদাময়, পিচ্ছিল ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ময়লা পানির তীব্র দুর্গন্ধে পথচারীরা হাঁটতেই পারছেন না, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এমনকি ওই পানিতে মশা–বাহিত ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কাও দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, হাবিব সওদাগরকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সমস্যাটি সমাধান করেননি। বরং নোংরা পানি একইভাবে রাস্তায় ফেলতেই থাকেন, যা দিন দিন সড়কের ক্ষতি বাড়াচ্ছে।
এদিকে, এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক সপ্তাহের পর সপ্তাহ নোংরা পানিতে ডুবে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করছে।
স্থানীয়রা দ্রুত রাস্তা পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দোকানটির বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।




















