স্টাফ রিপোর্টার:-
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের তিনটি ক্যাটগরিতে সেরাদের 'ষান্মাসিক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪' বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সভাকক্ষে এই মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়।
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ইয়াছিন প্রধান, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক রুবায়েত আল ফেরদৌস নোমান এবং হাবিপ্রবি সাংবাদিক সমিতির অন্যন্য সদস্যবৃন্দ।
ষাণ্মাসিক সেরা সাংগঠনিক অ্যাওয়ার্ড পেয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. গোলাম ফাহিমুল্লাহ্। সেরা প্রতিবেদক অ্যাওয়ার্ড পেয়েছেন সংগঠনটির কার্যকরী সদস্য ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিয়া রানী মোদক। যৌথভাবে সেরা উদীয়মান প্রতিবেদক অ্যাওয়ার্ড সংগঠনটির দপ্তর সম্পাদক নাঈম ইসলাম সংগ্রাম এবং কার্যকরী সদস্য রাহাত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন ,সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা শুধু এটা সাধারন পেশা নয় এটি একটি বিবেচনা বোধ , বিশ্লেষণ বোধ ৷ যারা এই পেশার সাথে থাকে তাদের এনালাইছিস করার গুণ থাকতে হবে প্রখর যার ফলে সমাজের উন্নতি হবে ৷
লেখার এই ব্যক্তিত্ব অর্জন করতে তোমাদের প্রয়োজনীয় আরো অনেক বই পড়তে হবে যাতে লেখার গুনগত মান বৃদ্ধি পায় ৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.