হাবিপ্রবি প্রতিনিধি:
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১০ দিনব্যাপী ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মো. আলমগীর হোসাইন আকাশ'র নেতৃত্বে বৃক্ষরোপণ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ২১শে এপ্রিল (রবিবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চার বিতরণ এবং প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বর্তমান বিশ্বে বৃক্ষরোপণ করে নগরায়নের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত সে জায়গাই আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের আজকের এই কর্মসূচি। আমরা হাবিপ্রবি ছাত্রলীগ ১০ দিনে ৪০০ বৃক্ষরোপণ ও ১০০ গাছের চারা বিতরণ করবো।
উক্ত কর্মসূচিতে উপস্হিত ছিলেন হাবিপ্রবি ছাত্রলীগের কর্মী রাব্বী শেখ, সামস , মনজের আহমেদ রাসেল , মোহাইমিনুল মহান, লিরা রহমান , এম তাফসীরুল ই আব্বাসী মৃধা, আতিকুর রহমান বাপ্পি , বখতিয়ার ফাহিম , ইসরাত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.