হাবিপ্রবিতে মৎস্য অধিদফতরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

- আপডেট সময় : ০৪:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

হায়দার আলী, হাবিপ্রবি প্রতিনিধি:-
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মৎস্য অধিদফতরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং সৃজিত নতুন পদে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মৎস্যখাতের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে মৎস্য অধিদফতরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরি। সৃষ্ট নতুন পদগুলোতে দ্রুত নিয়োগ না দিলে দক্ষ জনবল সংকটে পড়বে অধিদফতর, যা কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে।
তারা জানান, ২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদফতর “মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা” পদে ৩৯৫টি নতুন পদের প্রস্তাব দেয়, যা শুধুমাত্র ফিশারিজ গ্র্যাজুয়েটদের জন্য প্রযোজ্য। কিন্তু দীর্ঘ ১০ বছরেও এই প্রস্তাব বাস্তবায়ন হয়নি।
মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম কিবরিয়া বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ হলে বেকার মৎস্যবিদের সংখ্যা হ্রাস পাবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দেশের মৎস্য খাত অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে ও মৎস্য চাষীদের জীবনমান উন্নত হবে।”