হাবিপ্রবি প্রতিনিধি:
“সমতা নয়, ন্যায্যতা চাই” স্লোগানে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নারী সংস্কার কমিশন ও "নারীর ডাকে মৈত্রী যাত্রা"র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে নবপ্রত্যয় শিল্প ও সাহিত্য সংসদ।
রবিবার (১৮ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় সংগঠনের সদস্য ও নারী শিক্ষার্থীরা।
প্রতিবাদে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল—
“গণতন্ত্র সংস্কারের নামে, ষড়যন্ত্র চলবে না”
“বিবাহিত জীবনে শালীনতা চাই, পশ্চিমা মতবাদ নয়”
“নারীর নিরাপত্তা ইসলামেই আছে, পশ্চিমা অনুকরণে নয়”
আয়োজকদের ভাষ্য, নারী সংস্কার কমিশন ও মৈত্রী যাত্রা একটি ভিত্তিহীন, অসামাজিক ও পারিবারিক মূল্যবোধবিরোধী উদ্যোগ। তাদের মতে, এসব প্রচেষ্টা সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক ভারসাম্য নষ্ট করছে।
৬ দফা দাবির মধ্যে রয়েছে:
১. যৌনকর্মীদের শতভাগ পুনর্বাসন নিশ্চিত করা
২. কুরআনবিরোধী সব ধারা বাতিল
৩. নারী সংস্কার কমিশনের পুনর্গঠন
৪. ধর্মীয় ও পারিবারিক কাঠামোর প্রতি শ্রদ্ধা
৫. ইসলামবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ
৬. নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ধর্মীয় নীতিমালা অনুসরণ
নবপ্রত্যয় শিল্প ও সাহিত্য সংসদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.