হাবিপ্রবিতে কোটা বহালের পক্ষে ছাত্রলীগের মিছিল ও অবস্থান কর্মসূচি

- আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোটা বহালের পক্ষে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাবিপ্রবি ছাত্রলীগ।
বুধবার (৩ জুন) বেলা ১২ টায় হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসাইন আকাশ ও সাধারণ সম্পাদক এম. এম. মাসুদ রানা মিঠু’র নেতৃত্বে উক্ত মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবি ছাত্রলীগ।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন ও ডিভিএম গেইট হয়ে ক্যাম্পাস সংলগ্ন বাঁশেরহাট এলাকা প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে মিছিল সমাপ্ত হয় এবং মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সংক্ষিপ্ত বক্তব্যে হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসাইন আকাশ বলেন, মুক্তিযোদ্ধারা যেহেতু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। সুতরাং, সরকার থেকে তারা কিছু কিছু সুযোগ সুবিধা পাবে এটাই কাম্য । আর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যাচাই-বাছাই করেই নিয়েছে। আমরা হাবিপ্রবি ছাত্রলীগ সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন সেই প্রত্যয়ে ব্যঘাত ঘটানোর জন্যই বিএনপি- জামায়াতের দোষরদের ইন্ধনে বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা পুর্নবহালের বিপক্ষে আন্দোলনের নামে অরাজকতা তৈরির চেষ্টা চলছে । বিএনপি-জামায়াতের দোষরদের এই অরাজকতা রুখে দিতে হাবিপ্রবি ছাত্রলীগ সব সময় মাঠে ছিলো এবং থাকবে।