হাটহাজারীতে শ্রীশ্রী মগধেশ্বরী জাগ্রত মায়ের মন্দিরের ভিক্তিপ্রস্তর স্থাপন

- আপডেট সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, (চট্টগ্রাম):চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকায় শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ভিক্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ চলছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই নির্মাণকাজ শুরু হওয়ায় ভক্ত-শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মায়ের সকল ভক্তবৃন্দকে আর্থিক অনুদান ও সার্বিক সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। সভাপতি দীপক ঘোষ বলেন, “মায়ের কাছে আসলে ভক্তবৃন্দদের মনোস্কামনা পূর্ণ হয়। মা জাগ্রত, তাই সকল ভক্ত মনের শান্তি নিয়ে ফিরতে পারেন।”
অন্যদিকে সাধারণ সম্পাদক উত্তম দাশ জানান, মন্দিরের নির্মাণকাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সবার সহযোগিতা অপরিহার্য। তিনি আরও বলেন, “শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরে এলে ভক্তদের মনে প্রশান্তি আসে এবং এক মনোরম শান্তির পরিবেশ অনুভূত হয়।”
প্রতিবছর মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে বিভিন্ন মঠ-মন্দির ও ধর্মীয় তীর্থযাত্রার আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
মন্দির নির্মাণে সহযোগিতা প্রদানের জন্য দুটি বিকাশ নাম্বার প্রকাশ করা হয়েছে,
০১৮৩৬-৬৩৬৬৯৯, ০১৮১৯-৫৩৫৩৬৭।
স্হান: শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির পরিচালনা পরিষদ, এনায়েতপুর, হাটহাজারী, চট্টগ্রাম।