মোহাম্মদ মাসুদ: চট্টগ্রাম হাটহাজারীতে ভোগান্তি তীব্র যনজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিনন।(১৭ ই আগস্ট) রোজ রবিবার বিকাল ৩টায় হাটহাজারী পৌরসভাধীন চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রোডের উভয় পার্শ্বে এবং বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহীর এর নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও রোডস এন্ড হাইওয়ে এর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । এতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
এবং দোকানের বাহিরে রাস্তা ব্লক করে রাস্তার ওপর মালামাল রাখায় কয়েকটি খাবারের দোকানে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের কথা অমান্য করে সরকারি জায়গায় হোটেলের কার্যক্রম পরিচালনা করায় নুরজাহান বেকারি এন্ড সুইট এবং ভাত ঘর এন্ড বিরানি হাউস কে (২০০০০) হাজার করে মোট (৪০০০০) হাজার টাকা ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
বাসস্ট্যান্ডে সুপরিচিত খাজা বেকারি নামে একটি দোকান এর মালিক অভিযান পরিচালনার খবর পেয়ে দোকান বন্ধ করে সটকে পড়ে। উক্ত দোকানে উপজেলা প্রশাসনের নির্দেশে দোকানের তালা ভেঙ্গে ফেলা হয় এবং বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হয়।
যানজট নিরসন অভিযানে সিএনজি ,অটোরিকশা ও অন্যান্য যানবাহন চালক ও মালিকদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকে বারবার যত্রতত্র পার্কিং না করে নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে বলা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি যানবাহন চালকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন এবং নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করুন।
তিনি অবৈধ দোকানদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা অবৈধভাবে দোকান পরিচালনা করছেন, আপনারা তা পরিহার করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.