গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় হরিপুর ঠাকুরগাঁও এর আয়োজনে ফিতা কেটে ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ । ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার হরিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে দপ্তর প্রধানকে জিজ্ঞাসাবাদ করেন তাছাড়াও হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন ও রোগীরা কেমন সেবা পাচ্ছে সে বিষয়ে খবরাখবর নেন তিনি।
বুধবার (২৭ শে আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা, ডা.মো. শামীমূজ্জামান'র সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগীয় হাসপাতাল ব্যবস্থাপনার কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সমস্যা তুলে ধরেন আরএমও ডাক্তার মো. আসাদুজ্জামান। তিনি বলেন আমাদের হাসপাতালে ডাক্তারসহ অন্যান্য পদে লোক সংকট, আমরা মাত্র চারজন ডাক্তার রয়েছি যা দিয়ে হরিপুর হাসপাতালের রোগীদের সেবা প্রদানে ব্যাহত হচ্ছি । গাইনি ডাক্তার না থাকায় আমরা সিজারের কার্যক্রম চালাতে পারছি না। তিনি আরো বলেন আমাদের হরিপুর হাসপাতালকে ৫০ (পঞ্চাশ) শয্যা থেকে ১০০ (একশ) শয্যায় উন্নীত করতে হবে।
আরোও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অফিসার্স ইনচার্জ জাকারিয়া মন্ডল, বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবু তাহের, উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ প্রমুখ।
উপস্থিত ছিলেন হরিপুর হাসপাতালের নার্স, হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সেবক সেবিকা ও হাসপাতালের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন হাসপাতালের সার্বিক উন্নয়নে পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.