গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮মে) কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ট থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (মটরসাইকেল প্রতীক) নিয়ে ৩২৭৮৭ ভোটে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প । নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ জিয়াউল হাসান (কাপ-পিরিচ)পেয়েছেন ১৯৬৯৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) নিয়ে ৪১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকার। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ মনোয়ারুল ইসলাম রিপন (তালা) পেয়েছেন ২৮৭৮৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস) মার্কা নিয়ে ৩৬২১৮ ভোটে বিজয়ী হয়েছেন আসিয়া খাতুন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকাররমা চৌধুরী বাবলী পেয়েছেন (হাঁস) পেয়েছেন ৩৪৩৯৩ ভোট।
হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার ১লাখ ২০ হাজার ৪৯৭ জন। ভোট কেন্দ্র ৩৬টি ।
হরিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য প্রদান করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.