হরিপুরে রাতের আধারে ঘোড়া জবাইয়ে চাঞ্চল্যকর ঘটনা

- আপডেট সময় : ১২:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী(বিএসসি):-হরিপুর প্রতিনিধিঃ ঘোড়ার মাংসকে গরু মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ভূট্টা ক্ষেতে পাশে গর্ভবতী ঘোড়া জবাই করেছেন দূর্বত্তরা।
একেই বলে মনুষ্যত্ব ভুলন্ঠিত,রাতের আধারে একটি দূর্বৃত্তের দল মাকাই ক্ষেতে ঘোড়া জবাই করে কাটাকাটি শুরু করে এর মধ্যেই গ্রামবাসীরা টের পেয়ে যায়। গ্রামের লোকজন জড়ো হতে থাকলে তারা একটি মোটরসাইকেল, জীবিত ঘোড়া, মৃত শাবক জবাইকৃত মাংস ফেলে পালিয়ে যায়। নাম না প্রকাশ শর্তে গ্রামের লোকজন পরে বটতলী মোড়ে এনে জনসম্মুখে প্রকাশ করে। তদন্তে মূলহোতা যিনি ঘৃন্য কাজের সাথে জড়িত ও অন্যান্য ব্যক্তিদের শাস্তির দাবি করছেন।
এমনটাই ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নে( দেহট্র হাটপুকুর) বটতলী মোড় এলাকায়।
এই বিষয়ে হরিপুর উপজেলা থানা পুলিশকে জানানো হলে, কর্তব্যরত ডিউটি অফিসার জানান, এস আই মো,মোশাররফ হোসেনকে সরেজমিনে পাঠানো হয়েছিল,তিনি তদন্ত করে এসেছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোলাম রব্বানী
হরিপুর-ঠাকুরগাঁও।
16.03.2025 ইং
যত দিন যাচ্ছে প্রশাসনের উপরে আমাদের জনগণের তত ঘৃনা বাড়তেছে কারণ ঘটনাস্থলে একটি মহিলাকে আটক করা হয় অনেকক্ষণে তার ভাই তার জিম্মায় তাকে নিয়ে যায় তার ভাই পরে প্রশাসন আছে তখন তার বোনকে নিয়ে আসে কিন্তু আমাদের এই হরিপুর উপজেলার প্রশাসন সেই মহিলাটি ছেড়ে দেয় আমাদের গ্রামবাসী কাজ বন্ধ করা হোক