স্টাফ রিপোর্টার:-
মেসার্স ভাই ভাই মিনি পেট্রোল পাম্পের দোকান ভয়াবহ আগুনে পার্শ্বের আরো দুটি দোকান পুড়ে গেছে ছাই।
দোকানের মূল-মালিক নুর রেজা, তিনি দীর্ঘদিন ধরে তিনটি দোকান ঘর ভাড়া দিয়েছিলেন।
সেই দোকান ঘরে মো, করিমুল হক, মেসার্স ভাই ভাই পেট্রোল পাম্প নামে ডিজেল, পেট্রোল , অকটেন, পেট্রোলিয়াম জাতীয় পণ্য দোকানে বিক্রি করতো।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা কালীগঞ্জ বটতলী বড় মসজিদের পশ্চিম পার্শ্বে(২৩-৩-২০২৪ ইং) তারিখে দুপুর ১টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে । তাৎক্ষণিকভাবে হরিপুর ফায়ার সার্ভিস অবগত করানো হয় এবং আগুনের ভয়াবহ রুপধারণ করলে রানীসংকৈল ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতা নেওয়া হয়। স্থানীয় জনসাধারণের সহায়তায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ হয়।
ঘটনার সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ হরিপুর মো, লতিফ শেখের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে সহায়তা করে। ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছিলেন এবং তিনি নিজে আগুন নেভানো কাজে সর্বাত্মক চেষ্টা করেন। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো, জিয়াউল হাসান মুকুল ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুস্প, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল সহ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় আগুনে লেলিহান শিখা দেখার জন্য হাজার হাজার জনতার সমাবেশ ঘটে। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.