গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্টের আওতায় ‘জিংক ধান ও জিংক গম’ শীর্ষক “স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) আরডিআরএস (RDRS) এর আয়োজনে ও মোজাম্মেল শেখ এর সঞ্চালনায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ও মশানগাঁও উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পৃথক দুটি বিদ্যালয়ের মধ্যে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ঐ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন ও মশানগাঁও উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ঐ সহকারী প্রধান শিক্ষক মো. সাদেকুল রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মো. মোজাম্মেল শেখ।
এছাড়াও অনুষ্ঠানে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও বক্তব্য প্রদান করেন।
এসময় দুটি প্রতিষ্ঠানের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১২০ জন ও মশানগাঁও উচ্চ বিদ্যালয় ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক চালের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, জিংক চালের ভাত খেলে ছেলে মেয়েরা খাটো হয় না, মেধার বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.