গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ
১২-৫-২০২৪ ইং তারিখে প্রকাশিত এস এস সি রেজাল্ট দেখে তাপস (১৫) নামের ছাত্র নিজ বাড়িতে ১৫-০৫-২৪ ইং গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।
তাপস গভীর রাতে নিজ শয়ন কক্ষে কখন আত্মহত্যা করেছে, পরিবারের কেউ জানে না। সকালে খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাপস।তাপস ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের নুকানি গ্রামের অমেন্দ্রের ছেলে।
উল্লেখ যে, তাপস এবার যাদুরানী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।জানা যায় তাপস গণিত বিষয়ে ফেল করেছেন।
হরিপুর থানার ডিউটি অফিসার কে জিজ্ঞেস করা হলে তিনি জানান খবর পেয়েছি। পুলিশ ফোর্স পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.