গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ'র সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, হরিপুর উপজেলা বি এনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব মো.জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল হক মিঞা হরিপুর, বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল, উপজেলার জামায়াত ইসলামের সেক্রেটারি মো. রমিজউদ্দিন আহম্মেদ,মডেল মসজিদের ইমাম মাওলানা মো.মঈনুউদ্দীন প্রমুখ।
এবার হরিপুর উপজেলার ২০টি পুজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হবে। সকল পূজা মন্ডপের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন পূজা চলাকালীন সড়কে যানজট নিরসন, চুরি-ছিনতাই রোধ, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা, পুজাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা, বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা, নিজস্ব স্বেচ্ছাসেবক রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.