গোলাম রব্বানী(বিএসসি) হরিপুর প্রতিনিধিঃ
https://youtu.be/W0GT1jvs7mU?si=Dx1vRcf8H65Onw2c
আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম এর রিঅ্যাক্ট ইন প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক ধানের চাষাবাদ বৃদ্ধির জন্য শস্য ভেলু চেইন এক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ই মে) দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের হরিপুরে আরডিআরএস এর কার্যালয়ের হলরুমে হরিপুর সদর উপজেলার খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহিনুল কবির, প্রজেক্ট ম্যানেজার হারভেস্ট প্লাস বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল শেখ, টেকনিক্যাল অফিসার এগ্রিকালচার রিঅ্যাক্ট ইন (রিয়াকশিন)প্রকল্প আরডিআরএস মো. রবিউল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরডিআরএস সহ এলাকার মিল ব্যবসায়ী, বড় কৃষক, বীজ ও কীটনাশক ব্যবসায়ীরা।
আলোচনা সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মো. সাইফুল ইসলাম বলেন আমি নিজে জিংক চালের ভাত খাই এবং আমি জানি এটার গুরুত্ব। তিনি আরও বলেন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলেও আমরা পুষ্টি ঘাটতিতে আছি, তাই পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হতে হলে আমাদেরকে জিংক ধানের চাষাবাদ সম্প্রসারণ করতে হবে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.