গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধিঃ অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ । এই মৎস্য সপ্তাহ (১৮-২৪) আগষ্ট পর্যন্ত চলবে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ র্যালি,উপজেলা পরিষদ পুকুরে পৌনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে মৎস্য অফিসার রাকিবুল ইসলাম'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট "বিকাশ চন্দ্র বর্মণ ।" বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার সোহাগ রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রুবেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মফিজুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় মৎস্য চাষীরা।
এই সময় মৎস্য অফিসার রাকিবুল ইসলাম বলেন,বাংলাদেশ মৎস্যখাদ্যে স্বয়ং সম্পূর্ন একটি দেশ। মাছই হতে পারে বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। মৎস্য খাতের বহুমুখী কর্মকান্ডকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে সরকার এ সেক্টরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মৎস্য চাষ ও সংরক্ষণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.