হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০০:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
“দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফিতা কেটে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হরিপুর ঠাকুরগাঁওয়ের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোহাগ রানার সভাপতিত্বে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ শে নভেম্বর) সকাল ১১:০০টায় উপজেলা পরিষদ চত্তর হতে র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ অফিসে এসে শেষ হয়। এর পরে শুরু হয় আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রদর্শনীর স্টল পরিদর্শন ও আসন গ্রহণ ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে কেরাত পাঠ করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী । সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সোহাগ রানা। অনুষ্ঠান সঞ্চালনায় প্রাণিসম্পদ সম্প্রাসারন অফিসার ডা.সুবর্ণা রানী চৌধুরী । উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, বিকাশ চন্দ্র বর্মণ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রুবেল হোসেন,অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রায়হানুল হক মিয়া । আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনোয়ার হোসেন,গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন,উপজেলা তথ্য আপা অফিসার দিলরুবাসহ খামারীগন । এবারের প্রদর্শনীর স্টলের সংখ্যা ৩০টি।
এ বছর প্রথমবারের মত সারাদেশে একযোগে ২৬ নভেম্বর/২০২৫ হতে ০২ ডিসেম্বর/২০২৫ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫।
আমাদের দেশীয় জাত সংরক্ষণ, প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামার-বান্ধব সেবা সম্প্রসারণকে আরও শক্তিশালী করাই এই প্রদর্শনী উদযাপনের মূল উদ্দেশ্য।
প্রদর্শনীর উদ্দেশ্য, দেশীয় প্রাণিসম্পদের সম্ভাবনা তুলে ধরা,খামারিদের আধুনিক প্রযুক্তি ও নতুন উদ্ভাবন সম্পর্কে সচেতন করা,দেশীয় জাত, উন্নত খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সফল খামার মডেল প্রদর্শন, উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ ব্যবস্থাপনা উন্নয়ন ও খরচ কমানোর উপায় জানানো, যুব উদ্যোক্তা ও নারীদের খামার কার্যক্রমে যুক্ত করতে উৎসাহিত করা ।
বাংলাদেশের দেশীয় জাতগুলো শুধু ঐতিহ্য নয়, এগুলো আমাদের নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদের মূল ভিত্তি।
দেশীয় গরু রোগ প্রতিরোধে ক্ষমতা বেশি, আবহাওয়া সহনশীল, কম খরচে পালনযোগ্য।
দেশীয় ছাগল ব্ল্যাক বেঙ্গল — উচ্চ বাচ্চা উৎপাদন, চমৎকার মাংসের স্বাদ, দেশীয় উন্নতির মূল সম্পদ।
দেশীয় হাঁস-মুরগি: দেশি মুরগি, দেশি হাঁস—নিরাপদ ডিম ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আধুনিক প্রযুক্তিতে উন্নয়নের চালিকা শক্তি
প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পাবে নিম্নলিখিত প্রযুক্তিগুলোতে,কৃত্রিম প্রজনন (AI): উন্নত বাচ্চা উৎপাদন, এমব্রিও ট্রান্সফার: দ্রুত জাত উন্নয়ন,
সাইলেজ ও আধুনিক খাদ্য ব্যবস্থাপনা: খরচ কম, উৎপাদন বেশি, ডিজিটাল লাইভস্টক সেবা: মোবাইলভিত্তিক চিকিৎসা পরামর্শ, স্বয়ংক্রিয় ডেইরি সিস্টেম: স্মার্ট মিল্কিং, হেলথ মনিটরিং,
ফিড ও বায়োসিকিউরিটি উন্নয়ন: রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা ।
এই প্রযুক্তিগুলোর প্রয়োগে দুধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি পাবে, খামার হবে লাভজনক ও টেকসই।
প্রাণিসম্পদ প্রদর্শনীর তাৎপর্যের মধ্যে রয়েছে, খামারিদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ, নতুন উদ্যোক্তা তৈরির পথ সুগম,
দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়, বাংলাদেশকে নিরাপদ আমিষ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার বাস্তব পরিকল্পনা ।
তাই আসুন আমরা সবাই দেশীয় জাতকে রক্ষা করি, আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করি এবং একটি সমৃদ্ধ, নিরাপদ ও উন্নত প্রাণিসম্পদ খাত গড়ে তুলি। উন্নত খামারে হবে উন্নত দেশ।




















