হরিপুরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ
 
																
								
							
                                - আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

 হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বাইরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
 শনিবার (৩০ আগস্ট) দুপুর ১:০০  টায় হরিপুর উপজেলা সদর এলাকার জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের  উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হরিপুর উপজেলার গণ,যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে দুপুরে এক প্রতিবাদ ও বিক্ষোভ  মিছিল বের হয় ।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পৌছলে উত্তেজিত জনতা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় ।তারা দরজা, ফ্যানসহ অফিস কক্ষে ভাংচুর করেন এবং ভেতরের আসবাবপত্র কার্য্যালয়ের সামনে এনে আগুন ধরিয়ে দেয় ।হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন  দুপুরে একটি মিছিল বের হয় এবং জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় ভাঙচুর করে এবং ভেতর থেকে কয়েকটি চেয়ার বের করে এনে কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়। হরিপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। এ বিষয়ে কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।এ বিষয়ে কোন অভিযোগ  পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
																			 
										
























