হরিপুরে জাতীয় ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত
 
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ জেন্ডার সমতা নারী ও কন্যা শিশুদের অধিকার এবং সামাজিক অংশগ্রহণ বিষয়ে তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরীর লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন র ্যালি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা হলরুমে  ২নং আমগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ(হোপ) প্রকল্পের  আয়োজনে মানব কল্যাণ পরিষদের জাতীয় ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত  হয়েছে।
সোমবার(২৭ অক্টোবর) সকাল  ১১:০০ ঘটিকায়  হরিপুর উপজেলা পরিষদ চত্বর হতে রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে সামনে শেষ হয়।  নেটজ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বি এম জেড এর অর্থায়নে হোপ প্রকল্পের আওতায় উপজেলা জাতীয় ক্যাম্পেইনে  নির্যাতিত মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে   মানব কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে।
  উপজেলার মাধ্যমিক পর্যায়ের  রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় বনগাঁও উচ্চ বিদ্যালয় খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়  এবং কাঁঠাল ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানব কল্যাণ পরিষদের জাতীয় ক্যাম্পেইন ২০২৫ অংশগ্রহণ করেন ।
সভায় বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন মানবকল্যাণ পরিষদের পিডি রাকিবা ইয়াসমিন, উপজেলা ভেটেরিনারি সার্জন বিপ্লবী চক্রবর্তী কেয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও  তথ্য অফিসার দিলরুবা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল হক মিয়া।আরও উপস্থিত ছিলেন  হরিপুর থানার এএসআই মীর বাবু ও রুবেল হোসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের জাকিয়া সুলতানা মানবকল্যাণ পরিষদের পিএম রাশেদুল ইসলাম, প্রকল্পের হিসাব কর্মকর্তা দিনা সরকার, পিসি লিলিমা মন্ডল।এরিয়া কো-অডিনেটর মোছা.  রৌওশন আরা বেগম ও মনজুরুল তারিক। স্কুল ফেসিলিটেটর মো. মনিরুজ্জামান (পাইলট) নিরতি রানী, শিরিন সুলতানা, সেকেন্দার আলী ও পারভীন বানু,
  হোপ প্রকল্প ঠাকুরগাঁও সহ উপজেলার নাগরিক সমাজ সংগঠন সিএসও এর সদস্যগণ।
চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র স্বার্থ রায়, দ্বিতীয় স্থান অধিকার করেছেন কাঁঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মৃতিকা হাসান মম, তৃতীয় স্থান অধিকার করেছেন কাঁঠালডাঙ্গী  উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসপিয়া তাসমিম রুমা।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সহমিন আয়েশা তাবাসুম, দ্বিতীয় খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাহমুদ রাব্বি, তৃতীয় আমগাঁও জামুন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তন্নী মোহনা।
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারহানা খাতুন দ্বিতীয় হয়েছেন ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয় এর ছাত্রী মোছা. জয়নব তৃতীয় হয়েছেন খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অপূর্ব রায়।
ভিডিও ক্লিপ তৈরি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্র মোঃ মাহমুদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন কাঁঠালটডাঙ্গী  উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিতা আক্তার তৃতীয় স্থান অধিকার করেছেন বনগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আরফিন মো.পদ্ম।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন, ভিডিও ক্লিপ তৈরি প্রতিযোগিতা,  সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণ হয়েছে।
  আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল হক মিয়া।
সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন   হরিপুর উপজেলা  সিএসও’র  সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন । 
 
																			 
										

























