হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে গলায় ফাঁস দিয়ে ০১ জনের অপমৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) আনুমানিক ভোর ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘটিকার মধ্যে হরিপুর উপজেলার ০৬ নং ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামের মৃতঃ মনি রামের পুত্র সিগেন রায় (৫৫),তার বাড়ির সীমানার প্রাচীরের দেওয়ালে লাগানো কিলোকের সহিত লাইলন রশি গলায় পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায়,দীর্ঘদিন যাবত তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন এবং তিনটি কন্যা সন্তানের ব্যয় ও চিকিৎসা খরচ যোগাতে অসমর্থ্য হয়ে পড়েছিলেন। পারিবারিক অশান্তি ও মনের খোবে আত্মহত্যা করেছেন জিজ্ঞাসাবাদে এমনটায় জানা যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.