গোলাম রব্বানী(বিএসসি)হরিপুর প্রতিনিধিঃ
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ জুন ২০২৫ইং) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রুবেল হোসেন। কংগ্রেসে বক্তারা কীটনাশক মুক্ত কৃষি আবাদ, আধুনিক যন্ত্রপাতি, কৃষি প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক চাষাবাদ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক উদ্যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও এর জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মো. সোহানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মানস কুমার রায় ।কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার তৌহিদই খুদা। কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক- কৃষাণী, রাজনৈতিক নেতা, কৃষি দপ্তরের উপসহকারী, কৃষি অফিসের কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হরিপুর-ঠাকুরগাঁও।
০৩.০৬.২০২৫ ইং।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.