হরিপুরে কমিউনিস্ট পার্টির সভাপতি সাহাব উদ্দিন ও সাঃ সম্পাদক মোয়াজ্জেম
- আপডেট সময় : ০৯:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ
দুনিয়ার মজদুর এক হও এক হও এই প্রতিপাদ্যে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নজরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে কমিউনিস্ট( সিপিবি’র) পার্টির আয়োজনে ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ আগস্ট) দুপুরে সিপিবি’র কার্যালয় হতে একটি লাল পতাকার র্যালি হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিপুর মহিলা কলেজ হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি এডভোকেট আবু সায়েম, সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা শাখা,বিশেষ অতিথি কমরেড আব্দুল মান্নান জেলা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
সিপিবি’র উপজেলা সম্মেলনে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । সভাপতি পদে অধ্যাপক মো. সাহাব উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক পদে মো. মোয়াজ্জেম হোসেনকে নির্বাচিত করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম নিউটন, কোষাধ্যক্ষ মো. আব্দুর রহমান। সদস্য পদে মো. আজিজুর রহমান, মো. সিরাজুল ইসলাম মো. মোসলিম উদ্দিন, মো. নজরুল ইসলাম মন্টু মো. শুকুর আলী, মো. আব্দুল মান্নান মো. এনামুল হক ও মোছা. পপি আক্তার কে নির্বাচিত করা হয়েছে ।



















