গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এই প্রতিপাদ্যে বিশিষ্ট রাজনীতিবিদ ও বর্ষিয়ান জননেতা, সর্ব স্তরের মানুষের ন্যায্য দাবী আদায়ে রাজপথের লড়াকু সৈনিক প্রয়াত কমরেড মোহসীন সরকারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঠাকুরগাঁওয়ের হরিপুরে সিপিবি'র আয়োজনে অধ্যাপক মো. সাহাব উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে বর্ষিয়ান ও প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশ কমিউনিস্ট (সিপিবি)পার্টির হরিপুর উপজেলা কমিটির সভাপতি প্রয়াত কমরেড মোহসীন সরকার'র শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ আগস্ট) বিকালে উপজেলা হলরুমে সিপিবি'র সহ-সাধারণ সম্পাদক মো.মোজাহিদুল ইসলাম নিউটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন সিপিবি'র উপজেলা সভাপতি অধ্যাপক মো.সাহাব উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন।
শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, বিশেষ অতিথি পীরগঞ্জ উপজেলা শাখার সিপিবি'র সাধারণ সম্পাদক মর্তূজা আলম, হরিপুর উপজেলার মজিবর রহমান মন্টু,আলহাজ্জ্ মো.জমির উদ্দিন(মাষ্টার) ও হরিপুর উপজেলা উদিচি শিল্পী গোষ্ঠীর সদস্য আবু রায়হান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন প্রয়াত কমরেড মোহসীন সরকারের পরিবারের সদস্যরা ও এলাকার সুধীজনরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.