রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে আসাদুল ইসলাম চন্টুর বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (তারিখ দিন) সকালে এ অভিযান পরিচালনা করেন হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চন্টুর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো উদ্ধার করে। তবে অভিযানের সময় চন্টু পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার গাছ থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে হরিণাকুন্ডু থানা পুলিশ।”
স্থানীয়দের মতে, আসাদুল ইসলাম চন্টু দীর্ঘদিন ধরে গোপনে মাদক চাষ ও সরবরাহে জড়িত ছিল। পুলিশের এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.