মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমি নিয়ে গ্রাম্য শালিশের শেষ পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুুপক্ষের অন্তত ৪জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি উপজেলার জোড়াদাহ ইউনিয়ের হরিশপুর গ্রামের বিএনপি সমর্থিত আক্তারুজামান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পারভেজ সাজ্জাদ জবা ও ২নং জোড়াদাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, রুবেল জোয়ার্দার গুপের মধ্যে।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুর রহমান রনি জানিয়েছেন,মাত্র .৮০ শতাংশ জমি নিয়ে দির্ঘদিনের বিরোধ ছিল,যা সামাজিক শালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছিল। মিটিং শেষ পর্যায়ে বাজে ভাষা ব্যাবহার করা নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মারামারি শুরু হয়।স্থানীয় আক্তারুজামানজানান,৩৭শতাংশ জমি নিয়ে জবাদের সাথে দীর্ঘদিনের ঝামেলা ছিল,সেটা সামাজিক শালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে চেয়েছিলাম। শালিশের মাতুববারেরা, জবাদের দেওয়া খুটি তুলতে বললে আগে থেকে জমাকরে রাখা, রামদা, লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমাদের আকরাম(৪৫)উন্নতি বেগম(৫০)সহ তিনজন আহত হন। এসময় অপর পক্ষেরও একজন আহত হন বলে জানান তিনি এব্যাপারে পারভেজ সাজ্জাদ জবাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেন নাই।
এব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান,ঘটনাটি জেনেছি,অভিযোগ দিলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.