হযরত শাহসূফী বায়েজীদ বোস্তামী ( রহ:)’র স্মরণে আলোচনা সভা ও ফাতেহা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার)সুলতানুল আরেফিন হযরত শাহসূফি বায়েজিদ বোস্তামী ( রহ:) ও হযরত শাহসূফি আবুল হাসান আলী ইবনে আহমদ খেরকানী ( রহ:)’র স্মরণে সাময়িকী সূফীকথা’র ব্যবস্থাপনায় আলেচনা সভা ও ফাতেহা শরীফ গত ১৭ আগষ্ট রবিবার বাদে মাগরিব হতে রাউজান উপজেলার নোয়াপাড়ার কচুখাইনের মরহুম শামশুল আলম এর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী ছিলেন সাদিয়া গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আমিন। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মুসা খান’র সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন রাউজান প্রেসক্লাব’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ,লেখক মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহীম, সংগঠক ডা: চিত্তরঞ্জন বড়ুয়া,সংগঠক অঞ্জন দাশ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ বিশ্বাস এর সঞ্চালনায় অতিথি ও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন স্টার মিডিয়ার ফিল্ড অফিসার মোহাম্মদ বাদশা মিয়া, সমাজসেবক মোহাম্মদ মফিজ উদ্দিন,জহির আহমদ,মোহাম্মদ লোকমান হোসেন,হোসেন,
আকতার হোসেন বদিউল আলম, নুরুল আলম ইয়াছিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন অলি- আউলিয়াদের আদর্শমতে সকলের উচিত পিতা-মাতাকে সদা সম্মান করা,তাদের সেবা করা,কথামত চলা। পাশাপাশি সকল প্রকার গুণীজনদের আদর্শ, নীতি বাস্তব,ব্যবহারিক জীবনে ধারণ করে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্ঠা করা।