হবিগঞ্জ প্রতিনিধি:ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে নতুন মাত্রা যোগ হলো হবিগঞ্জে। জেলা শহরে আনুষ্ঠানিকভাবে ৭৫ জন শিক্ষার্থীকে বরণ করে নিলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আগামী তিন মাস শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং-সংক্রান্ত বিভিন্ন দক্ষতার প্রশিক্ষণ নেবেন।
প্রশিক্ষণে থাকছে-গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনসহ আরও আধুনিক কোর্স।
আয়োজকরা জানান, তিন মাসের এই নিবিড় প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এতে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনি দেশের অর্থনীতিতেও যুক্ত হবে নতুন সম্ভাবনা। দক্ষ ফ্রিল্যান্সার প্রজন্মই আগামী দিনে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই কোর্স তাদের জীবনে নতুন স্বপ্ন জাগিয়েছে। প্রশিক্ষণ শেষে তারা ঘরে বসেই আয় শুরু করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর সিলেট বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নূরুদ্দীন, কো-অর্ডিনেটর মেহবুব এহসান মুন, ট্রেইনার সুদেব মজুমদার এবং মৃত্যুঞ্জয় দাস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.