হকারদের মিছিল ঘিরে উত্তেজনা: কারা ছিলেন মিছিলে, কেন শহর অচল—উত্তর খুঁজছে ফেনীবাসী
- আপডেট সময় : ০১:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টাট ফেনী জেলা:
ঘটনার পেছনে ইন্ধন নাকি দাবিদাওয়া—সকল দলের নেতাদের স্পষ্ট অবস্থান চাইছে সাধারণ মানুষ
ফেনী শহরের কেন্দ্রীয় এলাকাজুড়ে সোমবার বিকেলে হকারদের ব্যানার–ফেস্টুন মিছিলকে ঘিরে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে, রিকশা–অটোরিকশা থেকে শুরু করে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন।
স্থানীয়দের প্রশ্ন—এই মিছিলে অংশ নেওয়া মানুষেরা কারা? তারা আসলেই স্থানীয় হকার কি না, নাকি কোনো উদ্দেশ্যমূলকভাবে বাহিরের লোক আনা হয়েছে?
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীরা জানান, মিছিলে থাকা অনেকের চেহারা তাদের পরিচিত মনে হয়নি। এতে সন্দেহ ও কৌতূহল বাড়ে।
মিছিলের দাবিদাওয়া নিয়ে বিভ্রান্তি
মিছিলের ব্যানারে হকারদের পুনর্বাসন, নির্দিষ্ট জায়গায় বসার অনুমতি, এবং প্রশাসনের সাম্প্রতিক উচ্ছেদ অভিযান বন্ধের দাবি লেখা দেখা যায়। তবে মিছিলের নেতৃত্বে কারা ছিলেন এবং তাদের সুনির্দিষ্ট সংগঠনগত পরিচয় কী—এ নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ইন্ধনদাতা ও উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন
মিছিলে অংশ নেওয়া কিছু অসামঞ্জস্যপূর্ণ স্লোগান ও আচরণের কারণে স্থানীয়দের মধ্যে ধারণা জন্মেছে—ঘটনার পেছনে হয়তো কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ প্রকাশ্যে দায়িত্ব স্বীকার করেনি।
প্রশাসনও কোনো পক্ষকে দায়ী করেনি; তারা বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং তদন্তে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
প্রশাসনকে বিব্রত করার অপচেষ্টা?
কিছু নাগরিক মনে করছেন, শহরের ব্যস্ততম সময়ে এমন আকস্মিক মিছিল হয়তো প্রশাসনকে বিব্রত করার লক্ষ্যেই পরিচালিত হয়েছে। তবে প্রশাসনের একজন কর্মকর্তা বলেন—
“যে কেউ আইনানুগভাবে দাবি জানাতে পারে। তবে শহর অচল করে নাগরিকদের দুর্ভোগ তৈরি করা গ্রহণযোগ্য নয়। কারা কী উদ্দেশ্যে অংশ নিয়েছে তা খতিয়ে দেখা হবে।”
সকল রাজনৈতিক দলের নেতাদের স্পষ্ট বক্তব্যের দাবি
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের দাবি—
এই মিছিল সম্পর্কে এবং এর পেছনে কারা আছে, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দলের জেলা-নেতৃবৃন্দকে খোলামেলা ও স্পষ্ট বক্তব্য দিতে হবে।
কারণ, হকারদের জীবন-জীবিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই শহরের স্বাভাবিক চলাচল বজায় রাখাও জরুরি।
ফেনীবাসীর প্রত্যাশা: স্বচ্ছ তদন্ত ও শান্তিপূর্ণ সমাধান
ফেনীর নাগরিক সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজ বলছেন—
শহরের স্থিতিশীলতা নষ্ট হয় এমন যে কোনো কর্মকাণ্ডের স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে হকারদের বাস্তব সমস্যাগুলো মানবিকভাবে বিবেচনা করে টেকসই সমাধান দিতে হবে।



















