রাজ রোস্তম আলী, স্টাফ রিপোর্টার ঢাকা :
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেননি।
সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুতি নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে নেতাকর্মীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপূণ রায়, সাভারের সাবেক সংসদ সদস্য ডা: সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.