স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ

- আপডেট সময় : ০৯:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামীকাল সোমবার (৬ মে) সকাল ১১ টায় এই কর্মসূচী পালিত হওয়ার কথা রয়েছে।
সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব দরবারে সদা-সর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম দিক হলো ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করা হচ্ছে যে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেএকইসাথে একইসময়ে এই কর্মসূচী পালিত হবে।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলেন, আগামীকাল বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে লাল-সবুজের পতাকার পাশাপাশি ফিলিস্তিন এর পতাকা উড়ানোর আহ্বান জানাচ্ছি। ৬ মে, সকাল ১১টা, সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, একযোগে উড়বে স্বাধীন ফিলিস্তিনের নিশান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় ফিলিস্তিন।
এদিকে ছাত্রলীগের এ কর্মসূচীকে স্বাগত জানিয়েছে দেশের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ভোরের বাংলাকে বলেন, এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন আওয়াজ তুলছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদের এ মানবিক ও যৌক্তিক আন্দোলনে সংহতি জানানো এখন সময়ের দাবি। তাই বাংলাদেশ ছাত্রলীগের এ কর্মসূচীকে আমি স্বাগত জানাই।