ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ দফা বাস্তবায়নে অটল অঙ্গীকার—দুমকিতে সদস্য নবায়নে নতুন চ্যালেঞ্জ যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ সরকারি অর্থের অপচয়ের আরেক নজির-দুমকিতে সংযোগ সড়ক ছাড়া সেতু সোনাগাজীর শাহজাহান সাজু কে ঢাকায় অপহরণ ও নির্যাতনের অভিযোগ ‎খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে গর্বিত- পবিপ্রবি উপাচার্য ‎ চুয়াডাঙ্গায় মাদকসহ যুবক গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতা গ্রেফতার কালিগঞ্জে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় প্রাথমিকের ২ শিক্ষক বিভাগীয় জবাবদিহির মুখে বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমান’র ওফাতে গভীর শোক প্রকাশ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

স্বাধীনতার গৌরবময় স্মৃতি সংরক্ষণ: বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক নামফলক উম্মোচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক বীরবিক্রম আরব আলী গেইট এবং বীরপ্রতিক ওয়াজিউল্লাহ ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ এর নামফলক উম্মোচন: স্বাধীনতা সংগ্রামের গৌরবময় স্মৃতি সংরক্ষণ।

২৩, জুলাই ( বুধবার) ১টা ৩০মি. বলিপাড়া’ নামফলক উন্মোচন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়ন, বান্দরবান সেক্ট রের অধীন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সীমান্তে অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলে সীমান্ত রক্ষা, বিভিন্ন সশ্রস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা, বিভিন্ন সীমান্ত অপরাধ দমনকাজ পেশাদারিত্বের সাথে সফলভাবে পালন করে আসছে।

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল এর ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন ইপিআর সদস্য যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন করেছেন তাদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেন। এ প্রেক্ষিতে, ১৯৭১ সালে ২৭ শে জুন শতাধিক পাকিস্তানি সেনা লড়ি ও জীপ গাড়ি নিয়ে যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার গঙ্গানন্দ্রপুর ইউনিয়নে অবস্থান নিলে তৎকালীন ইপিআর সদস্য আরব আলী এবং তার দলবল নিয়ে পাকিস্তানি সেনাদের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেক পাকিস্তানি সেনাকে নিহত করেন।

নায়েক আরব আলী ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে অসীম সাহসিকতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ‘‘বীরবিক্রম’’ উপাধিতে ভূষিত করেন। তার এ অবদানকে স্মরণীয় করে রাখতে বলিপাড়া ব্যাটালিয়নের ১নং গেইট, বলিপাড়া এর নাম পরিবর্তন করে বীরবিক্রম আরব আলী গেইট, বলিপাড়া নামকরণ করা হয়েছে। এছাড়াও, তৎকালীন ইপিআর সদস্য হাবিলদার ওয়াজিউল্লাহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ‘‘বীরপ্রতীক’’ উপাধিতে ভূষিত করেন এবং তার এ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বলিপাড়া ব্যাটালিয়নের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ, বলিপাড়া এর নাম পরিবর্তন করে ‘বীরপ্রতীক ওয়াজিউল্লাহ ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ, বলিপাড়া’ নামফলক উন্মোচন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

বীরপ্রতীক ওয়াজিউল্লাহ এবং বীরবিক্রম আরব আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতা ও নেতৃত্ব প্রদর্শন করে জাতির স্বাধীনতা অর্জনে অমূল্য অবদান রেখেছেন। তাদের বীরত্ব আমাদের মাতৃভূমির জন্য আত্মত্যাগের মহান ইতিহাসের স্মারক স্বরূপ। এই নামফলক উন্মোচন বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে প্রেরণা হিসেবে বহন করবে এবং সীমান্ত রক্ষাকারী বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি করবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যবৃন্দ ছাড়াও বীরবিক্রম আরব আলী এর ছেলে মোঃ হাতেম আলী (সুমন) উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কর্তৃক নামফলক উম্মোচন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পরিশেষে, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামে বলিপাড়া ব্যাটালিয়নের ১নং গেইট এবং ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ উদ্বোধনের মাধ্যমে সকল বিজিবি সদস্য তথা অত্র এলাকার আপাময় জনসাধারণ তাদের এ অবদানের দ্বারা অনুপ্রাণিত হবে বলে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

স্বাধীনতার গৌরবময় স্মৃতি সংরক্ষণ: বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক নামফলক উম্মোচন

আপডেট সময় : ০১:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মোহাম্মদ মাসুদ:

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক বীরবিক্রম আরব আলী গেইট এবং বীরপ্রতিক ওয়াজিউল্লাহ ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ এর নামফলক উম্মোচন: স্বাধীনতা সংগ্রামের গৌরবময় স্মৃতি সংরক্ষণ।

২৩, জুলাই ( বুধবার) ১টা ৩০মি. বলিপাড়া’ নামফলক উন্মোচন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়ন, বান্দরবান সেক্ট রের অধীন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সীমান্তে অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলে সীমান্ত রক্ষা, বিভিন্ন সশ্রস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা, বিভিন্ন সীমান্ত অপরাধ দমনকাজ পেশাদারিত্বের সাথে সফলভাবে পালন করে আসছে।

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল এর ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন ইপিআর সদস্য যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন করেছেন তাদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেন। এ প্রেক্ষিতে, ১৯৭১ সালে ২৭ শে জুন শতাধিক পাকিস্তানি সেনা লড়ি ও জীপ গাড়ি নিয়ে যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার গঙ্গানন্দ্রপুর ইউনিয়নে অবস্থান নিলে তৎকালীন ইপিআর সদস্য আরব আলী এবং তার দলবল নিয়ে পাকিস্তানি সেনাদের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেক পাকিস্তানি সেনাকে নিহত করেন।

নায়েক আরব আলী ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে অসীম সাহসিকতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ‘‘বীরবিক্রম’’ উপাধিতে ভূষিত করেন। তার এ অবদানকে স্মরণীয় করে রাখতে বলিপাড়া ব্যাটালিয়নের ১নং গেইট, বলিপাড়া এর নাম পরিবর্তন করে বীরবিক্রম আরব আলী গেইট, বলিপাড়া নামকরণ করা হয়েছে। এছাড়াও, তৎকালীন ইপিআর সদস্য হাবিলদার ওয়াজিউল্লাহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ‘‘বীরপ্রতীক’’ উপাধিতে ভূষিত করেন এবং তার এ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বলিপাড়া ব্যাটালিয়নের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ, বলিপাড়া এর নাম পরিবর্তন করে ‘বীরপ্রতীক ওয়াজিউল্লাহ ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ, বলিপাড়া’ নামফলক উন্মোচন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

বীরপ্রতীক ওয়াজিউল্লাহ এবং বীরবিক্রম আরব আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতা ও নেতৃত্ব প্রদর্শন করে জাতির স্বাধীনতা অর্জনে অমূল্য অবদান রেখেছেন। তাদের বীরত্ব আমাদের মাতৃভূমির জন্য আত্মত্যাগের মহান ইতিহাসের স্মারক স্বরূপ। এই নামফলক উন্মোচন বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে প্রেরণা হিসেবে বহন করবে এবং সীমান্ত রক্ষাকারী বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি করবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যবৃন্দ ছাড়াও বীরবিক্রম আরব আলী এর ছেলে মোঃ হাতেম আলী (সুমন) উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কর্তৃক নামফলক উম্মোচন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পরিশেষে, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামে বলিপাড়া ব্যাটালিয়নের ১নং গেইট এবং ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ উদ্বোধনের মাধ্যমে সকল বিজিবি সদস্য তথা অত্র এলাকার আপাময় জনসাধারণ তাদের এ অবদানের দ্বারা অনুপ্রাণিত হবে বলে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে উল্লেখ করেন।