"স্নেহের ছায়া"
---------মহসিন কবির ইমন
স্নেহ মমতার বৃক্ষরাজিরা
আজ বয়সের ভারে নতো,
মমতার বৃক্ষের কত শত পাতা
ঝরছে অবিরত!
ছায়াধার বৃক্ষের মগডাল ছিলেন
দাদাজান ইদ্রিস আলী,
সেই ডালের ছায়াধার পাতারা
ধীরে ধীরে যাচ্ছে চলি।
ছায়া চাড়া জীবন প্রখর রোদে
শুষ্ক বদনখানি,
মনে পরে যখন রড় নানাজির কথা ( নুরুল ইসলাম)
মরু নয়নে গড়ায় পানি।
মমতা বৃক্ষের কত ডাল পাতা
নিজ হাতে দিয়েছি কবর,
অকালে বলিনি! চলে গেলেন মামা(মোশাররফ হোসেন)
বিভোর কষ্টে ধরেছি সবর।
মমতার বৃক্ষের ভেঙ্গে গেছে ডাল
তখন হইনি হতাশ,
রবের ডাকে চলে গেলেন নানাজি (সামছুল ইসলাম)
মাথার উপর শুধু আকাশ।
নানাজি হারার শোক কাটেনি
ছায়া শিখড়ে ধরেছে গুন,
নানুর উঠোনে বিদায়ের বাজনা(আমার মায়ের মা)
লুটিয়ে কাঁদে ভাই বোন।
স্বজনের চোখের পানি শুকায়নি
বাজে বেদনা বিন,
ছোট নানাজিকে দেখি ঘুমিয়ে আছেন (মৌওলভী আব্দুল হামিদ)
জাগবে না বুঝি কোনো দিন।
সব ছায়ারা হারিয়ে গেছেন
জীবনের ক্ষনে ক্ষনে,
মায়ের আঁচলে আঁকড়ে ধরেছি
হারাতে দেব না এ জীবনে।
মায়ের মমতার পূর্ণ দাবিদার
ছিলো খালাম্মা/শাশুড়ী মা,
ধৈর্যের পাহাড় মুচকি হাসিতে
আর কি দেখব না।
নত শিরে পানা চাই আমি
ওগো রহমান দয়াময়,
সকল ছায়াধার স্বজনদের তরে
যেনো তোমার রহমতের ছায়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.