সংবাদ শিরোনাম :
স্ত্রী মেয়ের জন্য দিশেহারা স্বামী দিপংকর

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আজ ৩৯ দিন বাড়ী থেকে চলে গেছে স্ত্রী স্বপনা বিশ্বাস ও ১৩ বছরের মেয়ে জবা বিশ্বাস।
২৫/০৭/২৫ ইং তারিখে বাড়ী থেকে বের হয় ডাক্তার দেখানোর উদ্দেশ্য করে কিন্তু বাসায় মা মেয়ে কেউ ফিরে আসেনি।
২৮ /০৭/২৫ ইং তারিখে স্বামী দিপংকর জানতে পারে তার স্ত্রী ইন্ডিয়ায় পালিয়ে যাওয়ার সময় বিজিবির নিকট আটক হয় মেয়ে জবাসহ ।সেখান থেকে স্বপনা বিশ্বাসের বোনে জামায় ছাড়িয়ে স্বপনার বাবার বাসা ঝিনাইদহে রেখে আসে।কিন্তু স্বপনা বিশ্বাস সেখান থেকেও পালিয়ে যায়। বর্তমানে তারা কোথায় আছে কেউ জানে না।
স্বামীর ধরণা তার স্ত্রী মেয়ে নিয়ে ইন্ডিয়ায় পাড়ি জমাবে অসৎ উদ্দেশ্যে, দেশবাসীর কাছে স্বামীর আকুল আবেদন তার পলাতক স্ত্রী মেয়ের খোজ পেলে স্কীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে।